কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংবাদপত্র এবং প্রতিষ্ঠাতা

সাল সংবাদপত্রপ্রতিষ্ঠাতা
১৭৮০ বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্টাস হিকি
১৮১৮দিগ্দর্শন মার্সম্যান
১৮১৮সমাচার দর্পণমার্সম্যান
১৮১৯ সংবাদ কৌমুদীরাম মোহন রায়
১৮২২মিরাত উল আকবর রাম মোহন রায়
১৮৩১ সংবাদ প্রভাকরঈশ্বরচন্দ্র গুপ্ত
১৮৪৩ তত্ত্ববোধিনীঅক্ষয়কুমার দত্ত
১৮৫৪রাস্ত গোফতারদাদাভাই নৌরজি
১৮৫৮সোম প্রকাশদ্বারকানাথ বিদ্যাভূষণ
১৮৬২ইন্ডিয়ান মিররদেবেন্দ্রনাথ ঠাকুর
১৮৬৮অমৃতবাজার পত্রিকাশিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ
১৮৭১তাজিব উল আখলাকস্যার সৈয়দ আহমেদ খাঁ
১৮৭৮হিন্দু বীর রাঘবোচার্য ও জি. এস. আয়ার
১৮৭৮দি বেঙ্গলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৮৮১কেশরীবাল গঙ্গাধর তিলক
১৮৮৮শুদ্রকগোপাল কৃষ্ণ গোখলে
১৮৯২হিন্দু প্যাট্রিয়টগিরিশচন্দ্র ঘোষ
১৮৯৬প্রবুদ্ধ ভারতস্বামী বিবেকানন্দ
১৮৯৯উদ্বোধনস্বামী বিবেকানন্দ
১৯০৩ইন্ডিয়ান ওপিনিয়নগান্ধীজি
১৯০৪সন্ধ্যা ব্রহ্মব্রান্ধব উপাধ্যায়
১৯০৫ সঞ্জীবনী কৃষ্ণকুমার মিত্র
১৯০৫বন্দে মাতরমঅরবিন্দ ঘোষ
১৯০৬যুগান্তর ভূপেন্দ্রনাথ দত্ত
১৯১০ বোম্বে ক্রনিকেলফিরোজ শাহ মেহেতা
১৯১১কমরেডমৌলানা মোহাম্মদ আলী
১৯১২আল বালাগ আবুল কালাম আজাদ
১৯১২আল হিলাল আবুল কালাম আজাদ
১৯১৩প্রতাপগনেশ শংকর বিদ্যার্থী
১৯১৪নিউ ইন্ডিয়া অ্যানি বেসান্ত
১৯১৪কমনউইল অ্যানি বেসান্ত
১৯১৯ইন্ডিপেন্ডেন্টমতিলাল নেহেরু
১৯২০মূক নায়ক বি আর আম্বেদকর
১৯২৪হিন্দুস্থান টাইমস সুন্দর সিং লয়ালপুরী
১৯২৯নব জীবন গান্ধীজি
১৯৩২হরিজন গান্ধীজি
১৯৩৬ফ্রি হিন্দুস্তানতারক নাথ দাস
১৯৩৬হিন্দুস্তান দৈনিক মদন মোহন মালব্য
  • ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র- বেঙ্গল গেজেট (জেমস অগাস্টাস হিকি; ১৭৮০)
  • প্রথম বাংলা সাময়িকপত্র (মাসিক)- দিগদর্শন (জন ক্লার্ক মার্শম্যান; ১৮১৮)
  • প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র- সমাচার দর্পণ (জন ক্লার্ক মার্শম্যান; ১৮১৮)
  • প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র- সংবাদ প্রভাকর (ঈশ্বরচন্দ্র গুপ্ত; সাপ্তাহিকভাবে প্রকাশ আরম্ভ- ১৮৩১, দৈনিক হিসেবে আত্মপ্রকাশ- ১৮৩৯)
  • প্রথম বাংলা সচিত্র মাসিক পত্রিকা- বিবিধার্থ সংগ্রহ (রাজেন্দ্রলাল মিত্র; ১৮৫১)
  • রামমোহন রায় মিরাত-উল-আকবর পত্রিকাটি প্রকাশ করেন ফারসি ভাষায়।
  • বাল গঙ্গাধর তিলক প্রকাশিত কেশরী পত্রিকাটি ছিল মারাঠি প্ত্রিকা।
  • গান্ধীজি প্রকাশিত নব জীবন পত্রিকাটি ছিল গুজরাটি ভাষায়।